আমাদের ভারত, কলকাতা, ৩ সেপ্টেম্বর : “স্বর্ণযুগের প্রখ্যাত চলচ্চিত্র অভিনেতা অনুপ কুমার মহাশয়ের প্রয়াণ দিবসে জানাই আমার অন্তরের গভীর শ্রদ্ধা ও প্রণাম।” এক্সবার্তায় লিখলেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী ডঃ সুকান্ত মজুমদার।
সুকান্তবাবু বুধবার লিখেছেন, “বাংলা চলচ্চিত্রের আকাশে তিনি এক অনন্য নক্ষত্র। তাঁর কালজয়ী অভিনয় প্রতিভা, অনবদ্য সংলাপভঙ্গি ও অনন্য রসবোধ আজও বাংলার প্রতিটি দর্শকের হৃদয়ে চির অম্লান।”

