Sukanta, Mankumar Basu Thakur, মানকুমার বসু ঠাকুরকে বিনম্র শ্রদ্ধা সুকান্ত মজুমদারের

আমাদের ভারত, ২৮ আগস্ট: “স্বাধীনতা আন্দোলনের অন্যতম মহান ব্যক্তিত্ব ও ভারতীয় নৌ- বিদ্রোহের অমর শহিদ মানকুমার বসু ঠাকুরের জন্মদিবসে জানাই আমার বিনম্র শ্রদ্ধাঞ্জলি।”

বৃহস্পতিবার এক্সবার্তায় এ কথা লিখলেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী ডঃ সুকান্ত মজুমদার। তিনি লিখেছেন, “আজাদ হিন্দ বাহিনীর গোপন বিভাগের সঙ্গে যুক্ত হয়ে তিনি দেশীয় সিপাহীদের অন্তরে জাগিয়ে তুলেছিলেন স্বাধীনতার দীপ্ত চেতনা। তাঁর নেতৃত্বেই গোলন্দাজ বাহিনীর সৈন্যরা গোপনে সঞ্চিত গোলাবারুদ সমুদ্রে নিক্ষেপ করে ইংরেজ শাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন।

ঔপনিবেশিক বৈষম্য ও অরাজকতার বিরুদ্ধে যখন অসন্তোষ ধ্বনিত হচ্ছিল, তখন ‘বিদ্রোহের বীজ’ রোপণের অভিযোগে ১৮ এপ্রিল ১৯৪৩-এ মানকুমারসহ ১২জন বিপ্লবীকে গ্রেপ্তার করা হয়।

অবশেষে ২৮ সেপ্টেম্বর ১৯৪৩, দেশমাতৃকার মুক্তির শপথ বুকে নিয়ে, ‘বন্দে মাতরম’ ধ্বনি উচ্চারণ করতে করতে মানকুমার ও তাঁর সহযোদ্ধারা মাদ্রাজ দুর্গে ফাঁসির মঞ্চে আরোহণ করেন। তাঁদের আত্মত্যাগ, পরাক্রম এবং দেশভক্তি ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *