Sukanta Majumdar, মৃত বিজেপি নেত্রীর পরিবারের সঙ্গে দেখা করলেন সুকান্ত মজুমদার

আমাদের ভারত, ৪ অক্টোবর:
মৃত বিজেপি নেত্রী তথা প্রাক্তন গ্রাম পঞ্চায়েত সদস্যা মামনি বর্মনের পরিবারের সঙ্গে দেখা করেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাদের হাতে এক লক্ষ টাকার চেক তুলে দেন বিজেপি নেতা।

২৪ সেপ্টেম্বর বালুরঘাট জেলা হাসপাতালে মৃত্যু হয় মামনি বর্মনের। অন্যদিকে আবার মৃতার স্বামীও পথ দুর্ঘটনায় গুরুতর জখম। তাদের ছোট ছোট দুটি ছেলেমেয়ে রয়েছে। ফলে পরিবারটি খুব সমস্যায় রয়েছে।

বৃহস্পতিবার পরিবারের সঙ্গে দেখা করে তাদের পাশে থাকার আশ্বাস দেন সুকান্ত মজুমদার। পাশাপাশি তিনি বলেন, বালুরঘাট জেলা হাসপাতালে ভুল চিকিৎসার কারণে বিজেপি নেত্রী মামনি বর্মনের মৃত্যু হয়েছে। কয়েকদিন আগে এই ঘটনার দিনে বালুরঘাট থানায় অভিযোগ করা হয়েছে। কিন্তু সেই মামলায় পুলিশ এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি। পুলিশ উপযুক্ত ব্যবস্থা না নিলে দলের পক্ষ থেকে বৃহত্তর আন্দোলনে নামা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

জেলা স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন প্রকাশ করেন তিনি। রাজ্যজুড়ে জাল ওষুধ বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ করে সুকান্ত মজুমদার। মন্ত্রীর সঙ্গে গিয়েছিলেন বিজেপি জেলা সভাপতি সড়ক চৌধুরী সহ একাধিক নেতৃত্ব।

প্রসঙ্গত মামনি বর্মনকে পেটে ব্যাথা নিয়ে মাঝরাতে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ও নার্স তাকে একটি ইঞ্জেকশন দেন । পরিবারের দাবি ওই ইঞ্জেকশন দেবার পরেই তিনি আরো অসুস্থ হয়ে পড়েন ও কিছুক্ষণ পর মারা যান। পরিবারের অভিযোগ রোগীকে কি ইঞ্জেকশন দেওয়া হয়েছে জানতে চাইলে প্রেসক্রিপশনে সেই নামটি কেটে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *