আমাদের ভারত, ১৪ জুলাই: অসীম ঘোষ রাজ্যপাল হিসাবে ঘোষিত হওয়ার পর তাঁর সঙ্গে দেখা করে অভিনন্দন জানালেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডঃ সুকান্ত মজুমদার।
সোমবার সুকান্তবাবু হাওড়ার পঞ্চাননতলা রোডে অসীমবাবুর বাড়িতে গিয়ে শুভেচ্ছা জানিয়ে আসেন। পরে সুকান্তবাবু এক্সবার্তায় জানান, “পশ্চিমবঙ্গের জনগণের জন্য এটি অত্যন্ত সম্মান ও আনন্দের বিষয় যে, ভারতের মাননীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বিশিষ্ট শিক্ষাবিদ এবং অভিজ্ঞ রাজনীতিবিদ অধ্যাপক অসীম কুমার ঘোষকে হরিয়ানার রাজ্যপাল হিসেবে নিযুক্ত করেছেন।
অধ্যাপক ঘোষ এর আগে ১৯৯৯ থেকে ২০০২ সাল পর্যন্ত ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেছিলেন। তাঁর গভীর বুদ্ধিমত্তা, সমৃদ্ধ প্রশাসনিক অভিজ্ঞতা এবং জনসেবার প্রতি অটল প্রতিশ্রুতি দীর্ঘদিন ধরে অনেকের জন্য অনুপ্রেরণার উৎস। এই নতুন সাংবিধানিক দায়িত্ব গ্রহণের জন্য আমি তাঁকে আন্তরিক অভিনন্দন এবং শুভকামনা জানাই। আমি নিশ্চিত যে তাঁর দূরদর্শী নেতৃত্ব হরিয়ানার জনগণের অগ্রগতি এবং কল্যাণে ব্যাপক অবদান রাখবে।”