Sukanta, Mamata, মমতা বন্দ্যোপাধ্যায়কে এ প্লাস প্লাস ক্যাটাগরির পাগল বলেন সুকান্ত মজুমদার

আমাদের ভারত, ব্যারাকপুর, ১০ জুলাই: জাতীয় মৎস্য চাষি দিবস উপলক্ষে কেন্দ্রীয় অন্তস্থলীয় মৎস্য গবেষণা কেন্দ্র ব্যারাকপুরে এক বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এদিনের এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার, ফিশারী ব্যারাকপুরের ডিরেক্টর ডঃ বসন্ত কুমার দাস ও অন্যান্য ও বিশিষ্ট জনেরা। তবে এদিনের বিশেষ আকর্ষণ ছিল এক অভিনব প্রযুক্তি যুক্ত এক বিশালকার ড্রোন- এর উদ্বোধন কর্মসূচি। এই ড্রোনটির মাধ্যমে মৎস্য চাষি থেকে মৎস্যজীবী ও ব্যবসায়ীরা প্রায় ৭০ টন মাছ এক জায়গা থেকে অন্য জায়গায় কোনো পরিবহন খরচ ছাড়া সহজেই নিয়ে যেতে পারবে।

এছাড়াও এদিন ভারতের বিভিন্ন রাজ্যের মৎস্য চাষিদের মৎস্য চাষে তাদের উল্যেখযোগ্য ভূমিকা পালন করার জন্য সংবর্ধনা জানানো হয়। মৎস্য চাষের বই উন্মোচন হয়, কিছু মৌ সাক্ষরিত হয়। মমতা বন্দ্যোপাধ্যায়কে এ প্লাস প্লাস ক্যাটাগরির পাগল বলেন সুকান্ত মজুমদার। কারণ প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনায় নিজের রাজ্যকে অন্তর্ভুক্ত করছেন না অথচ অন্যান্য রাজ্যগুলি ২০ হাজার কোটি টাকার এই প্রকল্পের আওতায় এসে সমস্ত সুযোগ সুবিধা লাভ করছেন। কিন্তু এই রাজ্যের সরকারের পাগলামির জন্য সুন্দরবনের মৎস্য চাষিরা এই প্রকল্পের সুযোগ সুবিধা পাচ্ছে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *