আমাদের ভারত, ৭ অক্টোবর: প্রাকৃতিক দুর্যোগের জেরে বিপর্যস্ত উত্তরবঙ্গ। বহু মানুষ ঘরহীন। কোথাও ভেঙ্গেছে সেতু বা রাস্তা। কোথাও ক্ষতিগ্রস্ত বাঁধ। এই পরিস্থিতিতে উত্তরবঙ্গের বন্যা দুর্গত এলাকার মানুষের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার ও দক্ষিণ দিনাজপুরের জেলা বিজেপি।
সুকান্তবাবু ও দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির উদ্যোগে উত্তরবঙ্গের বন্যা দুর্গত অঞ্চলের মানুষের কাছে শুকনো খাবার পাঠানো হলো। মঙ্গলবার দুপুরে প্রায় একশো কুইন্টাল চাল পাঠানো হয়।
জলপাইগুড়ি, আলিপুরদুয়ার সহ ডুয়ার্স অঞ্চলে ভয়াবহ বন্যা পরিস্থিতিতে দুর্গতদের পাশে দাঁড়াতে বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার এবং দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির পক্ষ থেকে চাল ও শুকনো খাবার পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার জানিয়েছেন, এই ত্রাণ সামগ্রী আলিপুরদুয়ার, দার্জিলিং, শিলিগুড়ি, জলপাইগুড়ি প্রভৃতি এলাকায় বন্যা দুর্গতদের মধ্যে বন্টন করা হবে।
তিনি নিজেও শীঘ্রই শিলিগুড়ি পৌঁছাবেন। সেখানে গিয়ে নিজে হাতে বন্যা দুর্গতদের প্রয়োজনীয় জিনিস তথা খাবার বন্টন করবেন।

