Sukanth, JNU, Sandeshkhali, কলকাতায় ধর্নায় বসার আগেই সন্দেশখালির ঘটনায় জেএনইউ’তে বক্তব্য রাখতে যাচ্ছেন সুকান্ত

আমাদের ভারত, ২৩ ফেব্রুয়ারি: ইতিমধ্যেই সন্দেশখালি ইস্যুকে একেবারে জাতীয় স্তরে নিয়ে যাওয়ার জন্য কমোড় বেঁধে নেমেছে বঙ্গ বিজেপি। তারই এক ধাপ হিসেবে শনিবার সন্ধ্যায় বাম দুর্গ হিসেবে পরিচিত জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে সন্দেশখালির পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখতে যাচ্ছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার।

সূত্রের খবর, শনিবার দুপুরে সুকান্ত দিল্লি যাবেন। বিশ্ববিদ্যালয়ের শিপ্রা হোস্টেলের হল ঘরে ছাত্র-ছাত্রীদের সমাবেশে সন্দেশখালির ঘটনা নিয়ে তিনি বক্তব্য রাখবেন। বিজেপি একেবারেই তৃণমূলের নন্দীগ্রাম আন্দোলনের কায়দায় সন্দেশখালি অভিযানকে সামনে রেখে ময়দানে নেমে পড়েছে। যেভাবে নন্দীগ্রামের মাটি আঁকড়ে থেকে বাংলা থেকে বামফ্রন্টকে সরানোর জমি মজবুত করেছিল তৃণমূল, ঠিক একই রকম ভাবে লোকসভা ভোটের প্রচার ও সাফল্য নিশ্চিত করতে সন্দেশখালিকে ব্যবহার করছে বিজেপি।

গত কয়েকদিন ধরেই সন্দেশখালি নিয়ে একের পর এক কর্মসূচি নিয়েছে রাজ্য বিজেপি। ইতিমধ্যেই কেন্দ্রের বিভিন্ন কমিশন সন্দেশখালিতে এসেছে। কমিশনগুলি রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হয়েছে। সেই বিষয়টিকেও বিজেপি নজরে আনছে। আগেই স্মৃতি ইরানি, রাজনাথ সিং, অমিত শাহ সন্দেশখালি নিয়ে সরব হয়েছেন।

সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সন্দেশখালি যেতে বাধা পেয়েছেন একাধিকবার। এছাড়াও দলের বিভিন্ন মোর্চার নেতৃত্ব সন্দেশখালি অভিযানে যাচ্ছেন। বৃহস্পতিবার গ্রেপ্তার হয়েছেন সুকান্ত মজুমদার। শুক্রবার গ্রেপ্তার হয়েছেন সাংসদ লকেট চট্টোপাধ্যায়। রাজ্য বিজেপির তথ্যপ্রযুক্তি শাখা তৈরির “দ্য বিগ রিভিল দ্যা সন্দেশখালি” তথ্যচিত্র প্রকাশিত হয়েছে। আবার আগামী সপ্তাহে কলকাতায় ধর্নায় বসার পরিকল্পনা রয়েছে বঙ্গ বিজেপির। এরপর ৬ মার্চ বারাসতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমাবেশেও সন্দেশখালির নির্যাতিতা মহিলাদের নিয়ে আসার পরিকল্পনা রয়েছে। তার মধ্যে সন্দেশখালির ঘটনাকে জাতীয় স্তরে পৌঁছে দিতে দিল্লির জেএনইউতে যাচ্ছেন সুকান্ত মজুমদার।

সূত্রে জানা গিয়েছে, সংঘ পরিবারের শিক্ষা সংগঠন
জেএনইউতে এই সম্মেলনের আয়োজন করেছে। সুকান্ত মজুমদারের বক্তব্য ছাড়াও সন্দেশখালি নিয়ে বানানো তথ্যচিত্র সেখানে দেখানো হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *