আমাদের ভারত, ২০ জুন:
“আজ তোমার জন্য আমরা পেয়েছি সম্মান“— ড: শ্যামাপ্রসাদ মুখার্জির পুষ্পবেষ্টিত ছবি এবং পশ্চিমবঙ্গের মানচিত্র-সহ শ্রদ্ধা জানালেন পশ্চিমবঙ্গ বিজেপি-র রাজ্য সভাপতি ডঃ সুকান্ত মজুমদার।
টুইটারে সোমবার তিনি লিখেছেন, “পূর্ব পাকিস্তানের কবল থেকে পশ্চিমবঙ্গের উদ্ধারকর্তা, শ্রদ্ধেয় ড: শ্যামাপ্রসাদ মুখার্জিকে জানাই সশ্রদ্ধ প্রণাম। রাজ্যবাসীকে পশ্চিমবঙ্গ দিবসের শুভেচ্ছা।“
এ দিনটি টুইটারে স্মরণ করেছেন বিজেপি-র সর্বভারতীয় সহ সভাপতি তথা প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষও। তিনি টুইটারে লিখেছেন, ”আজ ২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস। পূর্ব পাকিস্তানের কবল থেকে পশ্চিমবঙ্গের উদ্ধারকর্তা, শ্রদ্ধেয় ড: শ্যামাপ্রসাদ মুখার্জিকে জানাই সশ্রদ্ধ প্রণাম। তাঁর জন্যই বাঙালি হিন্দু হোমল্যান্ড পেয়েছে। তাঁর জন্যই আজ শরণার্থী হয়ে অন্য দেশে আশ্রয় নিতে হয়নি আমাদের।”