Sukanta, BJP, বিপর্যয় মোকাবিলায় যুদ্ধকালীন তৎপরতা ব্যবস্থা নেওয়ার দাবি সুকান্তর

আমাদের ভারত, ২৩ সেপ্টেম্বর: “এই সংকটজনক পরিস্থিতিতে আমি রাজ্য প্রশাসনের প্রতি দৃঢ়ভাবে আহ্বান জানাই, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত ও যুদ্ধকালীন তৎপরতায় ব্যবস্থা নেওয়া হোক।” মঙ্গলবার এক্সবার্তায় এই শহর কলকাতা ও সংলগ্ন এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একাধিক মানুষের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। এই শোকের সময় নিহতদের পরিবারবর্গের প্রতি জানাই আমার আন্তরিক সমবেদনা।

আমার আবেদন, রাজ্য সরকার অবিলম্বে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে প্রয়োজনীয় সমস্ত সহায়তা প্রদান করুক। একই সঙ্গে বিদ্যুৎ বণ্টনকারী সংস্থাকেও আবেদন করছি, জলমগ্ন অঞ্চলগুলিতে অতি দ্রুত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে প্রশাসনের সহযোগিতায় উদ্ধারকার্য পরিচালনা করতে। পাশাপাশি, কলকাতা পুরসভাকে অনুরোধ করছি জমে থাকা জল নিষ্কাশনের জন্য দ্রুত ও কার্যকর পদক্ষেপ করতে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *