আমাদের ভারত, কুলকাতা, ৫ ফেব্রুয়ারি: কুণাল ঘোষের মুখে ‘কেষ্ট-বাণী’! অনুব্রতর ‘চড়াম চড়াম, নকুলদানা’ এবার কুণালের গলায়। সোমবার এই মন্তব্যে তোপ দাগলেন বিজেপি-র রাজ্য সভাপতি ডঃ সুকান্ত মজুমদার।
রেড রোডের ধর্নামঞ্চ থেকে রবিবার তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের গলায় হুঙ্কার, ’’নেতৃত্ব একবার অনুমতি দিক, যেভাবে কুৎসা করছে, তার জবাব দেওয়া হবে, ভোটে লড়ার ক্ষমতা নেই, সিবিআই-ইডি দিয়ে প্রতিহিংসার রাজনীতি করছে। নেতৃত্ব একবার অনুমতি দিক, সুদে-আসলে উসুল হবে। তৃণমূলের কর্মীরা তৈরি, নেত্রীকে নাম ধরে কুৎসা করবে, আমরা কী রসগোল্লা খাওয়াব!’’
দিল্লি যাওয়ার পথে বিমানবন্দরে সুকান্তবাবুকেএ ব্যাপারে প্রশ্ন করলে তিনি সাংবাদিকদের বলেন, “আসল যে চড়াম চড়াম বলেছিল, সেই বাঘ তো এখন ছাগ হয়ে তিহারে! দেখা যাক এই নতুন বাঘ, কলকাতার বাঘ কবে ছাগ হয়!”

