“ভোট লুট করতে এলেই ফাটা বাঁশ নিয়ে তেড়ে যান”, বুথে বুথে মহিলাদের নিয়ে দুর্গা বাহিনী গড়ার আহ্বান সুকান্তর

আমাদের ভারত, ২৬ মে: আগামী বছর পঞ্চায়েত ভোট। আর সেই নির্বাচনে আটঘাট বেঁধে নামার পরিকল্পনা শুরু করেছে পদ্ম শিবির বলে খবর। এবার ভোট লুট আটকাতে দলের মহিলা কর্মীদের কোমর বেঁধে এগিয়ে আসার আহ্বান জানালেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। বুথে বুথে দুর্গা বাহিনী গড়ে প্রতিরোধ গড়ে তোলার ডাক দিয়েছেন তিনি মহিলা মোর্চার বৈঠকে। একই সঙ্গে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি রাজ্যের শাসকবদলের বিরুদ্ধে যে বিজেপির বড় হাতিয়ার সেটাও পরিস্কার করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছেন রাজ্য বিজেপি সভাপতি।

আগামী বছর পঞ্চায়েত ভোটে আগে ভোট লুট আটকাতে মহিলা কর্মীদের এগিয়ে আসার কথা বলেন সুকান্ত মজুমদার। প্রত্যেক বুথে দুর্গা বাহিনী গড়ে প্রতিরোধ গড়ার কথা বলেছেন তিনি। তাঁর কথায়, “আমাদের বিভিন্ন বুথে মহিলাদের নিয়ে দুর্গা বাহিনী গড়তে হবে। তারা পুলিশ প্রশাসনের বিরুদ্ধে মেয়েদের অধিকারের জন্য লড়বে। অন্তত ৫ জন করে মহিলা নিয়ে দুর্গা বাহিনী গড়তে হবে। ভোট লুট করতে এলে ফাটা বাঁশ নিয়ে তেড়ে যাবেন।”

অন্যদিকে, পঞ্চায়েত ভোটে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে স্কুল সার্ভিস কমিশনে দুর্নীতি বিজেপির হাতে একটা বড় হাতিয়ার। এই প্রসঙ্গে দলের মহিলা মোর্চার বৈঠকে বিজেপির রাজ্য সভাপতি বলেছেন, বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে এসএসসিতে দুর্নীতি ঠেকাতে অনলাইন পরীক্ষা চালু করা হবে। তাঁর কথায়, “এসএসসি দিয়ে চাকরি পেতে কোনো নেতাকে আর ধরতে হবে না। পরীক্ষা পদ্ধতিও স্বচ্ছ হবে। একইসঙ্গে পঞ্চায়েত নির্বাচনের কথা উল্লেখ করে তিনি বলেন, আমরা আসার পরে স্কুল সার্ভিস কমিশনের স্বচ্ছতার সঙ্গে নিয়োগ হবে। তার জন্য যা যা করার আমরা করব। প্রয়োজন যদি হয় অনলাইন পরীক্ষার ব্যবস্থা করা হবে। যাতে কোনোরকম দুর্নীতি না হয়, সেদিকে নজর রাখা হবে।”

সুকান্ত মজুমদার দাবি করেছেন, রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে, মেজ নেতা ছোট নেতা কাউকে ধরতে হবে না একটা টাকাও দিতে হবে না চাকরিতে নিয়োগের জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *