Sukanta, BJP, নতুন, সশক্ত ও সমৃদ্ধ ভারত গড়ে তোলার ডাক সুকান্তর

আমাদের ভারত, ১৫ আগস্ট: “আসুন, আমরা সকলে মিলে দেশের মর্যাদা রক্ষায় অটল প্রতিজ্ঞাবদ্ধ হই, ঐক্যের দৃঢ় বন্ধনে আবদ্ধ হয়ে এক নতুন, সশক্ত ও সমৃদ্ধ ভারত গড়ে তুলি।

মাতা ভারতীর বীর শহিদ সন্তানদের সর্বোচ্চ ত্যাগ ও সমর্পণের বিনিময়ে অর্জিত স্বাধীনতার গৌরব আর ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকার গর্বে আলোকিত এই পবিত্র দিনে, আমার প্রিয় দেশবাসী তথা পশ্চিমবঙ্গবাসীকে জানাই ৭৯-তম স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
বন্দে মাতরম। 🇮🇳
ভারত মাতা কি জয়!”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *