Sukanta, Mamata, Rahul, বিএলও’দের উপর হামলা প্রসঙ্গে মুখ্যমন্ত্রীকে দায়ী করে গুন্ডা বললেন সুকান্ত, রাহুলকে বললেন এসি বয়

আমাদের ভারত, ৬ নভেম্বর: রাজ্য ইতিমধ্যেই শুরু হয়েছে এস আই আর প্রক্রিয়া। বাড়ি বাড়ি গিয়ে ফর্ম দেওয়ার কাজ শুরু করেছে বুথ লেভেল অফিসাররা। কিন্তু তার মধ্যেই বেশ কয়েকটি জায়গা থেকে তাদের উপর হামলার বিক্ষিপ্ত ঘটনা সামনে উঠে এসেছে। এই সব ঘটনার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিযুক্তের কাঠগড়ায় তুলেছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার।

বৃহস্পতিবার বিশ্বভারতীতে বাণিজ্য শিক্ষা সম্মেলন ২০২৫- এ যোগ দেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী। সেখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বিএলও’দের ভয় দেখানোর প্রসঙ্গ ওঠে। সাংবাদিক সম্মেলনে সুকান্ত মজুমদার বলেন, মুখ্যমন্ত্রী বিএলও’দের ভয় দেখাচ্ছেন।উনি মুখ্যমন্ত্রী না গুন্ডা বুঝতে পারি না। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এই বিস্ফোরক মন্তব্য করার সঙ্গে সঙ্গে তাঁর আরো অভিযোগ, তৃণমূলের দলীয় দপ্তর থেকেও ভোটার তালিকা সংশোধনের ফর্ম বিলি হচ্ছে।

বাংলায় এসআইআর আবহে তৃণমূল কংগ্রেসের দাবি, এখনো পর্যন্ত আতঙ্কে সাতজনের মৃত্যু হয়েছে। এ প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন, এসআইআর তো আর বিজেপি করাচ্ছে না। নির্বাচন কমিশন করাচ্ছে। আরো নয়টি রাজ্য ও তিনটি কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর হচ্ছে। কোথাও তো কেউ মারা যাচ্ছে না। তাহলে বাংলায় মৃত্যু হচ্ছে কেন? নির্বাচন কমিশন জানে কিভাবে কাজ করতে হয়।

তবে হামলা প্রসঙ্গে তিনি বলেন, বিএলও’দের ভয় দেখানো হচ্ছে। সব রকম ভাবে প্রভাবিত করার চেষ্টা করছে তৃণমূল। বিএলও’দের জোর করে রাতে পার্টি অফিসে ডাকা হচ্ছে। পার্টি অফিস থেকে ফর্ম বিলি হচ্ছে। মুখ্যমন্ত্রী স্বয়ং বিএলও’দের ভয় দেখাচ্ছেন। মুখ্যমন্ত্রী, নাকি গুন্ডা, মাঝে মাঝে বুঝতে পারি না।
সুকান্ত মজুমদার যখন বিএলও’দের উপর হামলার ঘটনায় মন্তব্য করছেন ঠিক তখনই রাজ্যে এনুমারেশন ফর্ম বিলির সময় নজিরবিহীন ঘটনা ঘটেছে কোচবিহারের মাথাভাঙ্গায়। বিজেপির বুথ এজেন্টকে মারধর করে জুতোর মালা পরিয়ে এলাকা ঘোরানো হয়েছে বলে অভিযোগ। মাথাভাঙ্গা এক নম্বর ব্লকের পচা ঘর গ্রামে ২৩৯ নম্বর বুথে ঘটনাটি ঘটেছে। নিবাস দাস নামে বিজেপির ওই বিএলওকে তৃণমূলের কয়েকজন স্থানীয় নেতা পরিকল্পনা করে হেনস্তা করেছে বলে অভিযোগ পদ্ম শিবিরের।

অন্যদিকে বুধবার ইন্দিরা ভাবনে সাংবাদিক সম্মেলন করে কংগ্রেস নেতা রাহুল গান্ধী দাবি করেন, এক ব্রাজিলিয়ান মডেল ভারতে একাধিক বার ভোট দিয়েছেন। এ প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন, কোনো একটা ভুল থেকেই এই ঘটনা ঘটেছে। সরকারি কর্মচারীরা ভোটার তালিকা তৈরীর কাজ করেন। এর আগে ওসামা বিন লাদেনের ছবি পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে ছিল। রাহুল গান্ধীর বাস্তব পরিস্থিতির সম্পর্কে কোনো ধারনা নেই। উনি তো বাড়ি থেকেই বের হননি, এসি বয়। যারা মানুষের সঙ্গে থেকে রোদে ও জমিতে ঘুরে বেড়ায় তারা বাস্তবটা চেনে।

প্রসঙ্গত, বছরখানেক আগে হরিয়ানা বিধানসভা নির্বাচনে ব্যাপক কারচুপি হয়েছে বলে দাবি করেন লোকসভার বিরোধী দলনেতা। ভোটের গরমিলের হিসেব বোঝাতে তিনি দাবি করেন, হরিয়ানায় ২২ বার ভোট দিয়েছেন ব্রাজিলের সুন্দরী মডেল ম্যাথাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *