আমাদের ভারত, ১২ মার্চ: রাজ্যের একাধিক কলেজে আসন ফাঁকা। তাই রাজ্যে কোনো কলেজের আর প্রয়োজন নেই বলে দাবি করেছেন ব্রাত্য বসু। কিন্তু তাঁর দলের বিধায়ক অন্য কথা বলছেন। অন্যদিকে কেন এতো আসন ফাঁকা প্রশ্নের উত্তরে রাজ্যের শিক্ষানীতিকে দায়ী করেছেন সুকান্ত মজুমদার।
রাজ্যের কলেজের সাড়ে চার লক্ষ আসন ফাঁকা আছে শিক্ষা মন্ত্রী বলছেন। তাই নতুন কলেজের প্রয়োজন নেই। কিন্তু টিএমসি বিধায়ক অশোক দেব তার কেন্দ্র বজবজে নতুন কলেজ চাইছেন। এই আসন ফাঁকা হবার কারণ ব্যাখ্যা করতে গিয়ে সুকান্ত মজুমদার বলেছেন, রাজ্যের তৃণমূল সরকারের শিক্ষানীতি ও শিক্ষায় বরাদ্দ প্রতিদিনই কমছে। অথচ মাদ্রাসা শিক্ষার ক্ষেত্রে বরাদ্দ বেড়েছে কিন্তু অন্যান্য শিক্ষায় বরাদ্দ নেই। আবার প্রত্যেকটি নিয়োগে এত বেশি দুর্নীতি যে প্রত্যেকটি নিয়োগ প্রক্রিয়া আইনি জটিলতাতে আটকে যাচ্ছে।
তিনি আরো বলেন, যেটা আমরা ভাবতে পারতাম না সেই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপনার চাকরি যা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মর্যাদাপূর্ণ বলে মনে করা হতো তাতেও টাকা দিয়ে চাকরি পেতে হচ্ছে। বিভিন্ন অভিযোগ এসেছে এই ক্ষেত্রে। এটা ভাবা যায় না। তাঁর দাবি, এই সরকার শিক্ষা ব্যবস্থাকে পণ্যে পরিণত করেছে। তাই তো প্রতিটি নিয়োগ প্রক্রিয়া আইনি জটিলতার কারণে আটকে যাচ্ছে।