পিন্টু কুন্ডু, আমাদের ভারত, বালুরঘাট, ২৪ জানুয়ারি: গ্রাম সম্পর্ক অভিযানে এসে বয়োজ্যেষ্ঠদের পা ধুইয়ে দিলেন খোদ বিজেপির রাজ্য সভাপতি। বুধবার দক্ষিণ দিনাজপুরের কুশমন্ডি ব্লকের আঙ্গারিবন গ্রামে তপশিলি মোর্চা আয়োজিত গ্রাম সম্পর্ক অভিযানের সূচনা করতে গিয়ে এমনই কান্ড ঘটান ওই কেন্দ্রের সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। যাকে ঘিরে রীতিমতো আলোড়ন পরিস্থিতি তৈরি হয় এলাকায়। এদিন যেখান থেকেই গ্রাম সম্পর্ক অভিযান কর্মসূচির শুভ সূচনাও করেছেন সাংসদ।
যে অনুষ্ঠানে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য তপশিলি মোর্চার সভাপতি সুদীপ দাস সহ দক্ষিণ দিনাজপুর জেলার বিজেপি নেতারা। এদিন সেই অনুষ্ঠানের শুরুতেই গ্রামের বেশ কিছু তপশিলি সম্প্রদায়ভুক্ত বৃদ্ধদের পা ধুইয়ে গামছা দিয়ে নিজের হাতে মুছে দেন খোদ রাজ্য সভাপতি। যদিও অনেকে মনে করছেন লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তে রাজবংশী ভোট ব্যাঙ্ককে নিজেদের পকেটে পুড়তেই এধরণের কর্মসূচি গ্রহণ করেছে বিজেপি।

বিজেপির তপশিলি মোর্চার রাজ্য সভাপতি সুদীপ দাস বলেন, পনেরো হাজারেরও বেশি গ্রামে এই ধরনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এদিন তারই শুভারম্ভ হয়েছে।
তৃণমূল নেতা সুভাষ চাকি বলেন, গুরুজনদের প্রতি শ্রদ্ধা জানানোর কাজ অত্যন্ত ভালো। কিন্তু সুকান্তবাবু বিগত পাঁচ বছরে কোন গ্রামে যাননি। তাই ভোটের আগে এসব করে জনসংযোগ করবার চেষ্টা করছেন।

