আমাদের ভারত, ৬ জুলাই: আইআইটি রুরকিতে ভর্তি হওয়ার জন্য নীলাঞ্জনের প্রয়োজন ছিল ৫৫ হাজার ৫০০ টাকা। কিন্তু পেশায় ভাগচাষী বাবা সে অর্থ জোগাড় করতে পারেননি। ফলে জয়েন্ট অ্যাডমিশন ফর মাস্টার্স পরীক্ষায় ১২৬ র্যাঙ্ক করেও অনিশ্চিত হয়ে পড়েছিল নীলাঞ্জন মন্ডলের ভবিষ্যৎ। বালুরঘাটের বারিন্দারের বাসিন্দা তিনি। মেধাবী ছাত্রের সাফল্য এবং তার আর্থিক অবস্থার কথা জানতে পেরেই নীলাঞ্জন ও তার পরিবারের পাশে দাঁড়ালেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার।
আইআইটি রুরকিতে ভর্তির জন্য আর্থিক সাহায্যের পাশাপাশি মেধাবী ছাত্রের পড়াশোনা চালিয়ে যাওয়ার ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দেন সুকান্তবাবু।
আজ নীলাঞ্জনের বাড়িতে যান তিনি। তাঁর সঙ্গে ছিলেন বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী। নীলাঞ্জন যাতে আগামীতে পড়াশোনা চালিয়ে যেতে পারে তার জন্য সমস্ত ধরনের সাহায্যের আশ্বাস দিয়েছেন তাঁরা। সব ঠিক থাকলে সোমবারই নীলাঞ্জন ভর্তি হতে পারেন আইআইটির রুরকিতে।
জয়েন্ট অ্যাডমিশন ফর মাস্টার্স পরীক্ষায় ১২৬ র্যাঙ্ক করেন নীলাঞ্জন মন্ডল। আইআইটি রুরকিতে পড়াশোনার সুযোগ পেয়েছেন তিনি। তবে তার উচ্চশিক্ষায় বাধা হয়ে দাঁড়িয়েছিল আর্থিক অনটন। নীলাঞ্জনের বাবা যোগেশ মন্ডল পেশায় ভাগ চাষি। মা জয়ন্তী বর্মন গৃহবধূ। ফলে ছেলের ভর্তির জন্য ১০ জুলাই- এর মধ্যে ৫৫ হাজার ৫০০ টাকা কোথা থেকে দেবেন তা ভেবে পাচ্ছিল না এই পরিবার। তাদের পাশের দাঁড়ানোর বার্তা দেন সুকান্ত সহ বিজেপি নেতৃত্ব। আগামীতে বিজ্ঞানী হতে চান এই তরুণ। স্বাভাবিকভাবেই তার স্বপ্ন পূরণের লক্ষ্য আরো এক ধাপ এগিয়ে যাওয়ায় খুশি এলাকাবাসীও।