আমাদের ভারত, ২৯ জানুয়ারি: সৎ সাহস থাকলে প্রাণহানি ছাড়াই যে কোনো সমস্যার মোকাবিলা করা সম্ভব। বিদায় ভাষণে এমনই বার্তা দিয়েছেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। আর তাঁর এই বক্তব্য ঘিরে তুমুল রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। রাজীব কুমারের বক্তব্যের পাল্টায় বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার দাবি করেছেন, তাঁর সময় বাংলায় একের পর এক দাঙ্গা ও হত্যাকাণ্ড ঘটেছে।
নিজের বিদায় সংবর্ধনায় রাজীব কুমার বলেছেন, আমরা ডিউটির প্রয়োজনে প্রাণ দিতে প্রস্তুত থাকি। এটাই আমাদের গর্ব। এই মানসিকতা আসে সৎ সাহস থেকে। আমাদের সামনে বহু সমস্যা আছে কিন্তু সৎ সাহস বজায় রাখতে পারলে সে গুলির মোকাবিলা করা যায়। সাহস মানে গুলি চালানোর বা মানুষ মারার নয়, সাহস মানে রুখে দাঁড়ানো, নিজের সিদ্ধান্তে অনর থাকা।
রাজীব কুমারের বক্তব্যে উঠে আসে বাংলার ভৌগোলিক ও কৌশলগত গুরুত্বের কথা। তিনি বলেন, কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশের সমন্বিত কাজের ফলে আইন শৃঙ্খলা বজায় রাখা সম্ভব হচ্ছে। তাঁর কথায়, আমাদের রাজ্যে স্ট্র্যাটেজিক্যালি ও পলিটিক্যালি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনটে আন্তর্জাতিক সীমান্ত রয়েছে, ফলে চ্যালেঞ্জ অন্য রাজ্যের তুলনায় অনেক বেশি। তবু শান্তি শৃঙ্খলা বজায় রেখে আপনারা যে কাজ করে যাচ্ছেন তাতে আমরা গর্বিত।
এই বক্তব্যের কড়া সমালোচনা করে বিজেপি নেতা সুকান্ত মজুমদার বলেন, এই রাজীব কুমার একসময় বলেছিলেন, আমার পুলিশের দিকে একটা গুলি ছোড়া হলে আমি তিনটি গুলি চালাবো। আজ তিনি সাহসের অন্য সংজ্ঞা দিচ্ছেন। আপনার সময় তো বাংলায় একের পর এক দাঙ্গা হয়েছে। বহু মানুষ ঘর ছাড়া হয়েছেন। চন্দন ও হরগোবিন্দের মতো হত্যাকাণ্ড ঘটেছে আপনার আমলে।

