পিন্টু কুন্ডু, বালুরঘাট, ২৩ অক্টোবর: একদিকে ডেঙ্গি, আর একদিকে তৃণমূলের লেঙ্গি। ক্ষমতা দখলের লড়াই নিয়ে শাসক দলের নেতাদের উদ্দেশ্যে কটাক্ষ সুকান্ত মজুমদারের। সুদীপ বন্দ্যোপাধ্যায়কে সুখী নেতা বলে মদন মিত্রের কটাক্ষ প্রসঙ্গে এমন মন্তব্য করেছেন বিজেপির রাজ্য সভাপতি। রবিবার বালুরঘাটে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সুকান্ত মজুমদার বলেন, তৃণমূল কংগ্রেসের নেতাদের মধ্যে এখন ক্ষমতার লড়াই চলছে। সুদীপবাবুকে হটিয়ে এখন তাপসবাবু ভোটে দাঁড়াতে চাইছে। যে কারণেই একে অপরকে ল্যাং মারামারি চলছে। একদিকে ডেঙ্গি আর একদিকে তৃণমূলের লেঙ্গি।
শনিবার তাপস রায়ের হাত দিয়ে যুবশ্রীর কালীপুজোর উদ্বোধন ছিল। কলকাতায় সেই মঞ্চে দাঁড়িয়ে কামারহাটির বিধায়ক মদন মিত্র বলেন, রাজা হওয়া কঠিন, রাজত্ব রাখা আরও কঠিন। নেতা হয় দু’রকম। সুখের রাজপুত্র আর দুখের রাজপুত্র। তাপস রায় কিন্তু সুখের রাজপুত্র নন। তাপস ফুটপাতের নেতা, পাড়ার নেতা, লোকের নেতা। পরে মঞ্চ থেকে নেমে মদন মিত্র সাংবাদিকদের বলেন, “সুদীপ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে আমার কোনও কথা বলার ইচ্ছেও নেই। তবে সুদীপ দা যখন যুব কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন, তখন ছিল সুখের সময়। এদিন বালুরঘাটে সাংবাদিক করা প্রশ্নের উত্তরে সেই বিষয়টিকেই কটাক্ষ করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।