আমাদের ভারত, ২৬ ফেব্রুয়ারি: ক্রমাগত খুনের হুমকির মুখে পড়া বিশ্বজিৎ সরকার ও তার মা মাধবী সরকারের সঙ্গে রবিবার দেখা করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
উত্তর কলকাতা সাংগঠনিক জেলার বেলেঘাটা মণ্ডল ২ এর অন্তর্গত গিরিশ বিদ্যারতন লেনের ৩০ নম্বর ওয়ার্ডের খুন হয়ে যাওয়া বিজেপি কর্মী অভিজিৎ সরকারের মা মাধবী সরকার এবং দাদা বিশ্বজিৎ সরকারের সঙ্গে তাঁদের বাড়িতে গিয়ে দেখা করেন সুকান্তবাবু। অভিযোগ, খুনীরা বাড়িতে এসে হুমকি দিচ্ছে মামলা তুলে নেবার জন্য।
আগামী ২৮ ফ্রেব্রুয়ারি অভিজিতের দাদা বিশ্বজিৎ সরকার সাক্ষী দিতে যাবেন। তার আগে মামলা তুলে নেওয়ার হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ। বিশ্বজিৎ সরকার জানিয়েছেন, শনিবার দুপুর দেড়টা নাগাদ একদল লোক তাঁদের বাড়িতে আসে। তার মধ্যে ছিলেন অভিজিৎ খুনে অভিযুক্তদের আইনজীবী। পরিবারের পাশে দাঁড়াতে ওই বিজেপি কর্মীর বাড়িতে গিয়ে দেখা করেন সুকান্তবাবু।
প্রসঙ্গত, ২০২১-এর বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের দিনই কাঁকুড়গাছির বাসিন্দা বিজেপি কর্মী অভিজিৎ সরকারের ওপর হামলার অভিযোগ ওঠে দৃষ্কৃতীদের বিরুদ্ধে। এই ঘটনায় নাম জড়ায় তৃণমূল বিধায়ক পরেশ পালের। ঘটনার তদন্তে তাঁকে এর আগে তলবও করা হয়েছিল। সরকার পরিবারের দাবি, সেই পরেশ পালের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার আগেই বাড়িতে এসে হুমকি দিয়ে গিয়েছে বেশ কয়েকজন। ইতিমধ্যেই এফআইআর দায়ের করেছেন বিশ্বজিৎ।