আমাদের ভারত, ৩১ আগস্ট: দুর্নীতির প্রতিবাদে পোস্টার লাগানোর কর্মসূচি থেকে পুলিশ মারাত্মক টানা হ্যাঁচড়া করে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে গতকাল আটক করেছিল। আটক হয়েছিলেন আর বিজেপি নেতা কর্মীরা। সেই সময় পুলিশ বিজেপির নেতা কর্মীদের সাথে নির্মম আচরণ করে বলে অভিযোগ। পুলিশের অত্যাচারের আঘাতের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন সুকান্ত মজুমদার। একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

বিজেপি নেতার কথায়, তাদের বিক্ষোভ আটকাতে পুলিশ নির্মম আচরণ করেছে তাদের সাথে। পুলিশ কিভাবে তার ওপর ও তাদের ওপর অত্যাচার চালিয়েছে তার নমুনা দেখাতে তার নিজের হাতের আঘাতের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বিজেপি রাজ্য সভাপতি। একইসঙ্গে টুইট করে মুখ্যমন্ত্রীকে হুঁশিয়ারি দিয়ে রাজ্য সভাপতি, সুকান্ত মজুমদার লিখেছেন, “গতকালের বিক্ষোভে পুলিশের সাথে ধস্তাধস্তিতে হাতে আঘাত পেয়েছি। কিন্তু মুখ্যমন্ত্রী এভাবে আমায় এবং বিজেপি কর্মীদের ভয় দেখানো যাবে না। আপনারা দুর্নীতির বিরুদ্ধে আমাদের প্রতিবাদ বন্ধ করতে পারবেন না। মানুষের জন্য আমাদের লড়াই জারি থাকবে।”
Bengal police's behaviour in yesterday protest gave injury to my hand…@MamataOfficial, this doesn't scare me or any of our BJP Karyakarta. You can't suppress our voice to fight your corrupt regime. We will continue to fight for the people. pic.twitter.com/R5ZpCOGhQU
— Dr. Sukanta Majumdar (@DrSukantaBJP) July 31, 2022
শনিবার হাজরায় চোর ধরো জেলে ভরো কর্মসূচি শুরু হতেই বিজেপির কর্মী সমর্থকদের সরাতে তৎপর হয় পুলিশ। সেখানে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার পৌঁছাতেই তাকে একরকম হাইজ্যাক করে টেনে হিঁচড়ে আটক করে পুলিশ। লালবাজারে নিয়ে যাওয়া হয়েছিল সুকান্ত মজুমদারকে। তার সাথে আরো ৩০ জন বিজেপি কর্মীকেও আটক করেছে পুলিশ। সেখানেই সুকান্ত মজুমদার হাতে আঘাত পান বলে দাবি করা হয়েছে এবং তা নিয়ে পুলিশ প্রশাসন ও রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন তিনি।

