আমাদের ভারত, ৪ মার্চ: এখন তিনি কেন্দ্রীয় মন্ত্রী। কিন্তু যে বালুরঘাটের মানুষের আশীর্বাদে তিনি মন্ত্রী তাদের সুবিধা অসুবিধার কথা সর্বদা মাথায় থাকে। তাই বালুরঘাটে তাঁর সাংসদ অফিসেই সাধারণ মানুষের আধার কার্ড সংক্রান্ত সমস্যার সমাধান করতে ক্যাম্পের ব্যবস্থা করলেন বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।
ব্যাঙ্ক, পোস্ট অফিস, হাসপাতাল, স্কুল সব জায়গায় পরিচয় পত্র হিসেবে এখন আধার কার্ড লাগবেই। কিন্তু এই কার্ডে ছোটখাটো নানা ভুল ভ্রান্তির জন্য বিভিন্ন সময় সাধারণ মানুষকে অসুবিধায় পড়তে হয়। সেই ভুল সংশোধন করতে নির্দিষ্ট সময় নির্দিষ্ট জায়গায় যেতে হয়। যেটা অনেক সময় অনেকের পক্ষেই হয়ে ওঠে না। এলাকার সেই সমস্ত মানুষের কথা ভেবেই কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা রাজ্য বিজেপির সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারের বালুরঘাট সাংসদ কার্যালয়ে খোলা হয়েছে আধার সেবা কেন্দ্র।
৩ মার্চ সোমবার থেকে ৮ মার্চ শনিবার পর্যন্ত আধার কার্ডের ভুল সংশোধন, নাম সংশোধন সহ বিভিন্ন কাজের জন্য সাংসদ অফিসে এই ক্যাম্প চলবে। সেখানে সাধারণ মানুষের সমস্যার সমাধান করা হবে।
সোমবার সকাল থেকে বিকেল তিনটে পর্যন্ত মোট ৯০ জন মানুষ এই পরিষেবা গ্রহণ করেছেন। দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষ এসেছেন এই পরিষেবা নিতে। হাতের কাছে এই পরিষেবা পেয়ে খুশি তারা।