Sukanta, BJP, বন্দ্যোপাধ্যায় পরিবারের দ্বন্দ্বেই প্রিন্স অফ ক্যামাক স্ট্রিটের ঘনিষ্ঠদের বদলি: কটাক্ষ সুকান্তর

আমাদের ভারত, ৪ ডিসেম্বর: রাজ্য পুলিশে বড় বদল হয়েছে। সরিয়ে দেওয়া হয়েছে গোয়েন্দা প্রধান রাজ শেখরনকে। কিন্তু এই সিদ্ধান্তের পেছনে রয়েছে রাজনৈতিক অভিসন্ধি বলে দাবি বিরোধী নেতা তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। রাজ্য পুলিশের রদবদলের নির্দেশিকার পরেই সুকান্ত মজুমদার নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন, প্রিন্স অফ ক্যামাক স্ট্রিট (অভিষেক বন্দ্যোপাধ্যায়)- এর সঙ্গে ঘনিষ্ঠ বলেই পুলিশের এই রদবদল।

সুকান্ত মজুমদারের কথায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শেষ কয়েকটি সিদ্ধান্তে বোঝা যাচ্ছে তৃণমূলের অন্দরে ক্ষমতার কেন্দ্রবিন্দুর পরিবর্তন হয়েছে।

নবান্নে সভাকরের বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য পুলিশ ও সিআইডির একাংশের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ বলে প্রকাশ্যে বলেছিলেন। মুখ্যমন্ত্রী ডিজিকে বলেছিলেন, সিআইডিতে তাড়াতাড়ি বদল আনবেন। এরপরই রাজ্য পুলিশের রদবদলের নির্দেশিকা প্রকাশ হল। সব থেকে উল্লেখযোগ্য চারটি পদে বদল হয়েছে। সরিয়ে দেওয়া হয়েছে গোয়েন্দা প্রধানকেই।

আর এই সিদ্ধান্তের পরেই সুকান্ত মজুমদার বলেছেন, প্রিন্স অফ ক্যামাক স্ট্রিটের প্রভাবে পুলিশ ফোর্স এতদিন বিরোধীদের কণ্ঠস্বর দাবিয়ে রাখত। প্রিন্সের ঘনিষ্ঠ পুলিশ আধিকারিকদের বদলি এটা বুঝিয়ে দিল মুখ্যমন্ত্রী এখন গোটাটাই একা হাতে নিয়ন্ত্রণ করবেন। প্রশাসন ও দল দুটোই। সুকান্ত খোঁচা দিয়ে লিখছেন, এরপর বন্দ্যোপাধ্যায় পরিবারের অর্ন্তদ্বন্দ্ব আর কতটা প্রতীয়মান হবে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *