আমাদের ভারত, কলকাতা, ৩ সেপ্টেম্বর : “প্রখ্যাত অভিনেতা তপেন চট্টোপাধ্যায় মহাশয়ের জন্ম দিবসে জানাই আমার আন্তরিক শ্রদ্ধার্ঘ্য।”
এক্সবার্তায় লিখলেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী ডঃ সুকান্ত মজুমদার।
সুকান্তবাবু বুধবার লিখেছেন, “বাংলা চলচ্চিত্রে তিনি চিরস্মরণীয় হয়ে আছেন সত্যজিৎ রায়ের বিখ্যাত “গুপী গাইন বাঘা বাইন” (১৯৬৮)-এ গুপীর চরিত্রে অভিনয়ের মাধ্যমে। পরবর্তীতে হীরক রাজার দেশে (১৯৮০) এবং গুপী বাঘা ফিরে এলো (১৯৯১)-তেও তাঁর অভিনয় বাঙালির মনে চির অমলিন হয়ে রয়েছে।”