আমাদের ভারত, ১২ এপ্রিল: হনুমান জয়ন্তীর সকালেই গেরুয়া পতাকা নিয়ে রাস্তায় বের হলেন সুকান্ত মজুমদার সহ বিজেপি কর্মী সমর্থকরা। অটোতে, বাসে বাঁধলেন সেই গেরুয়া পতাকা।
সম্প্রতি জোর করে গেরুয়া পতাকা খুলে ফেলতে বাধ্য করা হয়েছিল একটি বাস কর্মীকে। সেই ভিডিও তুলে ধরে একাধিক বিজেপি নেতা প্রতিবাদে সরব হয়েছিলেন। ভিডিও দেখে চমকে গিয়েছিলেন অনেকেই। প্রশ্ন উঠেছিল বাংলায় কি গেরুয়া পতাকা টাঙানো বারণ?
প্রতিবাদের ঝড় উঠেছিল সোশ্যাল মিডিয়ায়। ওই ঘটনার প্রতিবাদে গেরুয়া পতাকা নিয়ে আজ রাস্তায় নেমেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সহ তার দলের একাধিক নেতৃত্ব। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বাসভবনে গৈরিক পতাকা বন্ধনের কর্মসূচি পালন করা হয়। পানিহাটির এইচ বি টাউন হনুমান মন্দিরে হনুমান জয়ন্তী উপলক্ষে পুজো দেন সুকান্ত মজুমদার। সেখানেও তিনি গেরুয়া পতাকা বাঁধেন। এরপর পানিহাটির সোদপুরে পথ চলতি যানবাহনে এবং বাড়ি বাড়ি গেরুয়া পতাকা লাগান বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার।
ধর্মতলাতেও বিজেপির রাজ্য সভাপতির উপস্থিতিতে গাড়িতে, বাসে গেরুয়া পতাকা লাগানোর কর্মসূচি পালিত হয়।
তিনি বলেন, ভগবান রামচন্দ্রের পতাকা খুলে ফেলতে বাধ্য করা হয়েছিল। তারই প্রতিবাদে আমরা শান্তিপূর্ণ প্রতিবাদ করছি। ভগবান রামচন্দ্র ও হনুমানজির ছবি সম্বলিত পতাকা আমরা বাঁধছি। হিন্দু সংস্কৃতির প্রতীক এবং ভারতীয় সংস্কৃতির প্রতীক এই ধরনের পতাকা বাঁধার জন্য আমরা অনুরোধ করছি। আমরা বিভিন্ন বাড়িতেও গেরুয়া পতাকা বেঁধেছি।
তিনি আরও বলেন, মানুষ বুঝতে পারছে এই সরকার থাকলে গোটা বাংলায় এমন পরিস্থিতি হবে যা মুর্শিদাবাদ জেলায় হয়েছে। এটা আন্দোলন নয়, এটা হিংসাত্মক ঘটনা। রাজ্য সরকার অপদার্থ ওরা কিছু করছে না।
এদিকে শনিবার রাজ্যের একাধিক জেলায় হনুমান জয়ন্তী পালন হচ্ছে। সকাল থেকেই হনুমান জয়ন্তী পালন করতে পথে নেমেছে তৃণমূল- বিজেপি। প্রতিবারের মতো এবারও একাধিক জেলায় মিছিল ও শোভাযাত্রা বের করেছে বিজেপি।