পিন্টু কুণ্ডু, আমাদের ভারত, দক্ষিণ দিনাজপুর, ৬ অক্টোবর: বিসর্জনের সময় মাল নদীর দুর্ঘটনায় রাজ্য সরকারকেই দায়ী করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর অভিযোগ, বিপদ হতে পারে এই পূর্বাভাস থাকা সত্বেও সরকার আগাম ব্যবস্থা নেয়নি।
প্রতিমা নিরঞ্জন দেখতে বুধবার রাতে মাল নদীর ঘাটে গিয়েছিলেন মালবাজারের হাজার পাঁচেক বাসিন্দা। মেলাও বসেছিল সেখানে। সে সময়ই ঘটে বিপর্যয়। হড়পা বানের জেরে বিপুল জলস্রোতের ভেসে যান অনেকে। তাঁদের মধ্যে দুই শিশু-সহ অন্তত আট জন মারা গিয়েছেন। আজও এনডিআরএফ এবং এসডিআরএফ-এর অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে। পুলিশ, সিভিল ডিফেন্স স্বেচ্ছাসেবক এবং স্থানীয় যুবকদের চেষ্টায় প্রায় ৭০ জনকে উদ্ধার করা হয়েছে। পাহাড়ি নদীতে ভেসে গিয়ে অনেকের হাত পা ভেঙ্গেছে। অনেককে মাল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এই ঘটনায় রাজ্য সরকারকেই দায়ি করেছে বিজেপি। সুকান্ত মজুমদারের অভিযোগ, মাল নদীর ঘটনা সম্পর্কে আগাম সূচনা সরকারের কাছে ছিল। অর্থাৎ দুর্ঘটনা ঘটতে পারে এরকম সূচনা রাজ্য সরকারের কাছে ছিল। কিন্তু তা সত্বেও সতর্কতা মূলক ব্যবস্থা নেওয়া হয়নি। তিনি জানান, ইতিমধ্যেই স্থানীয় সাংসদ জয়ন্ত রায় এবং মন্ত্রী জন বারলা সেখানে আছেন। এছাড়া, আগামীকাল বিজেপির একটি বিশেষ টিম এলাকায় গিয়ে সবকিছু খতিয়ে দেখবে ও ক্ষতিগ্রস্থ পরিবারের সাথে দেখা করবে। পাশাপাশি তারা তদন্ত করে দেখবে কেন এই ঘটনা ঘটল।
মর্মান্তিক এই দুর্ঘটনায় মৃতদের প্রত্যেকের আত্মীয়কে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা দেওয়ার কথা ঘোষনা করা হয়েছে।
রাজ্য সরকারের পক্ষ থেকেও মৃতের নিকটাত্মীয়কে এককালীন টাকা ২ লক্ষ এবং আহতদের ৫০ হাজার টাকা দেওয়া হবে।

