আমাদের ভারত, ৭ ডিসেম্বর: লোকসভা অধিবেশনে যোগ দিতে দিল্লি গিয়েছেন সাংসদ তথা বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বৃহস্পতিবার তার কলকাতায় ফেরার কথা থাকলেও বুধবার আচমকাই স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তর থেকে ফোন আসে। এরপরই সুকান্ত কলকাতায় ফেরার সিদ্ধান্ত বাতিল করেন বলে সূত্রের খবর।
বৃহস্পতিবার দুপুর বারোটায় অমিত শাহের সঙ্গে সুকান্ত মজুমদারের বৈঠক হবে বলে জানা গেছে। এই বৈঠক ঘিরেই শুরু হয়েছে জল্পনা। কি নিয়ে আলোচনা হবে বৈঠকে? ডিসেম্বর ডেডলাইন? যা বারবার বিজেপি নেতারা আওরাচ্ছেন, নাকি আসন্ন পঞ্চায়েত নির্বাচনের সংগঠনের পরিকাঠামো ও পরিকল্পনা। তবে এই বৈঠক যে বিশেষ তাৎপর্যপূর্ণ হতে চলেছে তা বলাই বাহুল্য।
পঞ্চায়েত ভোটকে সামনে রেখে কেন্দ্রীয় নেতৃত্ব ইতিমধ্যেই তৎপর হয়েছেন। তার মাঝে অমিত শাহের সঙ্গে সুকান্তর বৈঠক ঘিরে বাড়ছে জল্পনা। জানা যাচ্ছে, রাজ্যের সামগ্রিক পরিস্থিতি নিয়ে সুকান্ত’র সঙ্গে কথা হবে বৈঠকে অমিত শাহের।
আসন্ন পঞ্চায়েত নির্বাচনে বিজেপির সবচেয়ে বড় ইস্যু শাসক দলের নেতা মন্ত্রীদের দুর্নীতে জড়িয়ে পড়া। এছাড়াও বিভিন্ন জায়গায় বোমা উদ্ধার, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি বিষয়টিকে হাতিয়ার করে পঞ্চায়েত নির্বাচনে ঝাঁপাতে চলেছে বিজেপি, তা ইতিমধ্যে স্পষ্ট হয়েছে। সরকারি কর্মীদের ডিএ না পাওয়ার বিষয়টিও অন্যতম ইস্যু বঙ্গ বিজেপির কাছে। মূলত এই বিষয়গুলো নিয়ে শাহী বৈঠকে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
ইতিমধ্যে ৬৩ পাতার একটি নথি রাজ্যপালের হাতে তুলে দিয়েছে বঙ্গ বিজেপি। একই নথি অমিত শাহের হাতেও তুলে দিতে পারেন বলে জানা যাচ্ছে। তবে এই বৈঠকে ডিসেম্বর ডেডলাইন সবচেয়ে বড় জল্পনা।