“তৃণমূলের রাজনৈতিক হিংস্রতার সমস্ত সীমা অতিক্রম করার জঘন্য নজির”, তোপ সুকান্তর

আমাদের ভারত, ৪ সেপ্টেম্বর: “মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে আজ পশ্চিমবঙ্গ বিধানসভায় যা ঘটলো, তা শুধু চূড়ান্ত নিন্দনীয়ই নয়, বরং তৃণমূলের রাজনৈতিক হিংস্রতার সমস্ত সীমা অতিক্রম করার জঘন্য নজির!” বৃহস্পতিবার এক্স হ্যান্ডলে এই অভিযোগ করেন কেন্দ্রীয় মন্ত্রী ডঃ সুকান্ত মজুমদার।

তিনি লিখেছেন, “বিরোধীদের উপর নির্বিচারে দমন-উৎপীড়ন চালিয়ে আগেই গণতন্ত্রকে রক্তাক্ত করেছিলেন রাজ্যের ব্যর্থ মুখ্যমন্ত্রী। গায়ের জোরে, দম্ভ-আস্ফালন করে বিধানসভার পবিত্রতাকে কলঙ্কিত করার অপচেষ্টা আজ তুঙ্গে পৌঁছলো।

বিজেপি পরিষদীয় দলের মাননীয় মুখ্য সচেতক তথা শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষকে কার্যত বর্বরতার সঙ্গে টেনে-হিঁচড়ে কক্ষ থেকে বের করে দেওয়া হলো সেই ব্যর্থ মুখ্যমন্ত্রীর সামনেই, যিনি একসময় নিজে পবিত্র বিধানসভায় আক্রমণ চালিয়ে ক্ষমতায় এসেছিলেন।

বিরোধী বিধায়কদের উপর এমন নৃশংস আক্রমণ শুধু হিংস্রতার নজির নয়, এটি গণতন্ত্রের জন্য লজ্জাজনক কলঙ্ক!”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *