পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৩ অক্টোবর: আজ বিকেলে তৃণমূল কংগ্রেসের মেদিনীপুর সাংগঠনিক জেলা সভাপতি সুজয় হাজরার উদ্যোগে এক গণ ভাইফোঁটার আয়োজন করা হয়। শহরের ২২ নম্বর ওয়ার্ডের কমারপাড়ায় জেলা সভাপতি সুজয় হাজরার নেতৃত্বে সকল ধর্মের পিছিয়ে পড়া তিন শতাধিক শিশু কিশোরকে নিয়ে এই গণ ভাইফোঁটার আয়োজনে করা হয়।

বিগত প্রায় ২৩ বছর ধরে সুজয় হাজরার ব্যক্তিগত উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়ে আসছে। ওয়ার্ড তৃণমূল কংগ্রেস এবং মেদিনীপুর বিধানসভার বিধায়ক সুজয় হাজরার উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন এলাকার স্থানীয় কাউন্সিলর মৌসুমী হাজরা, বিশিষ্ট শিক্ষক সুকুমার ভুঁইঞা, ওয়ার্ড সভাপতি তন্ময় রায়, যুব নেতা ঝুলন জয় সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা।


