আমাদের ভারত, কলকাতা, ১০ ফেব্রুয়ারি: পুরভোটে মনোনয়নে বাধা নিয়ে তোপ দাগলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী।
বৃহস্পতিবার তিনি টুইটারে লিখেছেন, “দখলের রাজনীতি।
নির্বাচিত পঞ্চায়েত, পৌরসভা
ক্লাব, সংস্থা, সমবায়…
তৃণমূল শাসনের প্রথম থেকেই
দখলদারি চলছে।।
২০১৫ পুর কিংবা
২০১৮ পঞ্চায়েত ভোটের মত
একই ট্রাডিশন এবারেও।।
মানুষ অনেক সতর্ক।
লুঠেরাদের রাশ অনেক দূর্বল।
শুধুই পুলিশ রাজ।।
ওরা পারবে না।
দেয়ালের লিখন ক্রমশ স্পষ্ট।“
এর সঙ্গে একটি প্রকাশিত সংবাদের কাটিং যুক্ত করেছেন সুজনবাবু। তার প্রথম পরিচ্ছেদে লেখা, “তৃণমূল কেমন পৌর নির্বাচন চায় সেটা বুঝিয়ে দিল মনোনয়নপত্র জমার পর্বেই। বুধবার ১০৮টি পৌরসভার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে বিভিন্ন জায়গায় বামফ্রন্ট প্রার্থীদের মনোনয়নপত্রই জমা দিতে দিল না শাসক দলের বাহিনী।
`দুয়ারে প্রহার’ কৌশল প্রয়োগ করে বামফ্রন্ট প্রার্থীদের আটকে দিয়ে বজবজ এবং সাঁইথিয়া পৌরসভার বোর্ড ভোটের আগেই জবরদখল করে নিল তৃণমূল। আর দিনহাটা পৌরসভার নির্বাচনে মনোনয়ন জমা দিতে দিয়েছে কেবল বিজেপি প্রার্থীদের, বামফ্রন্ট প্রার্থীদের মহকুমা শাসকের দপ্তরের দুয়ার থেকে অপহরণ করে তুলে নিয়ে গিয়ে নিয়েছে।“