আমাদের ভারত, ২৫ আগস্ট: পশ্চিমবঙ্গের সার্বিক ‘বিপন্নতাকে’ কটাক্ষ করলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী।
রবিবার রাতে সুজনবাবু এক্সবার্তায় লিখেছেন, “এলাকায় এলাকায় স্কুল বন্ধ, আর পাড়ায় পাড়ায় মদের দোকান চালু হচ্ছে।
বই খাতার বদলে কি হাতে মদের বোতল? শিক্ষকদের পায়ে হাত দেবার বদলে কি গায়ে হাত? অনুপ্রেরণার বাংলায় এ কোন নতুন রেওয়াজ!
রাজ্যে শিক্ষার ধ্বংস-যজ্ঞ চলছে। কয়েকটি প্রজন্মকে বিপন্ন করা হচ্ছে। কি আর বাকি থাকল!”