নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ১৭ মার্চ:
মাস্ক নিয়ে বিধানসভায় কালোবাজারির অভিযোগ আনলেন সিপিএম বিধায়ক সুজন চক্রবর্তী। মঙ্গলবার রাজ্য বিধানসভায় সিপিএমের পরিষদীয় দলনেতা অভিযোগ করেন, করোনা ঠেকাতে রাজ্য সরকারের ভূমিকা সন্তোষ জনক নয়। বাজারে মাস্ক, হ্যান্ডওয়াশ নিয়ে কালোবাজারি করছে এক শ্রেণির অসাধু ব্যাবসায়ী। তারপরও সরকার কিছুই করতে পারছে না বলে অভিযোগ করেন তিনি। করোনা ভাইরাস নিয়ে বিধানসভায় বাম, কংগ্রেস আলোচনার দাবি জানিয়েছিল। কিন্তু সেই আলোচনা সরকার করতে দেয়নি বলে জানান সুজন চক্রবর্তী।
কংগ্রেস বিধায়ক মনোজ চক্রবর্তী বলেন, করোনা ভাইরাস রুখতে কংগ্রেস সরকারের কাছে কিছু দাবি করতো। সরকার সেই দাবি শুনতে চাইছে না বলে করোনা নিয়ে বিধানসভায় জানালেন কংগ্রেসের পরিষদীয় দলনেতা। মানুষের দাবিই আমরা বিধানসভায় জানাতাম। মাস্ক যাতে মানুষের কাছে পৌছায় তার দাবি সরকারের কাছে করতাম। কিন্তু মমতার সরকার মানুষের দাবিকে গুরুত্ব দিতে রাজি হল না বলে জানান কংগ্রেস বিধায়ক মনোজ চক্রবর্তী।