আমাদের ভারত, মেদিনীপুর, ২২ ডিসেম্বর: রবিবার পিংলা বাজারের কালী তলায় এবিপিটিএ’র পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির বার্ষিক সম্মেলনের সমাবেশে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিঁধলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। সুজন বাবু বলেন, এখানে কাঁসর ঘন্টা বাজিয়ে মুখ্যমন্ত্রী ক্যা ক্যা ছি ছি করছেন আর দিল্লি গিয়ে এনআরসি নিয়ে তেমন কিছুই বলছেন না। কদিন আগে মুখ্যমন্ত্রী দিল্লি গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে এনআরসি নিয়ে কিছু আলোচনা না করে ফিরে এলেন। তার ফিরে আসার পরে দেখা গেল রাজীব কুমারকে গ্রেফতার করতে আদাজল খেয়ে লেগে পড়া অফিসাররা নিষ্ক্রিয় হয়ে গেলেন। তাতে মুখ্যমন্ত্রী আর তার ভাইপো বেঁচে গেলেন। কিন্তু প্রধানমন্ত্রীর কাছে এনআরসি বিরোধী জোরালো দাবি না তুলে ব্যা ব্যা করায় রাজ্যবাসী সংশোধিত নাগরিক আইন পেতে বাধ্য হলেন।
সুজন চক্রবর্তী বলেন, ২০০৩ সালে প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ির সময় এনআরসি এবং উদ্বাস্তুদের নাগরিকত্ব প্রসঙ্গ ওঠে। তখন মমতা বন্দ্যোপাধ্যায় টু শব্দটিও করেননি তিনি চিরকালই এরকম বলে মন্তব্য করেন সুজন বাবু।