পুরুলিয়ায় মানসিক অবসাদে আত্মঘাতী রেশন ডিলার

সাথী প্রামানিক, পুরুলিয়া, ৯ মে:
মানসিক অবসাদ আর চাপের কাছে হার মেনে আত্মহত্যা করলেন পুরুলিয়ার এক রেশন ডিলার। মৃতের নাম ভোলানাথ রায়। বছর ছেষট্টির ওই রেশন ডিলারের বাড়ি কেন্দা থানার রাজনোয়াগড় গ্রামে। কুয়োতে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন ওই রেশন ডিলার।

জানাগেছে, খাদ্য সামগ্রী বিতরণ নিয়ে তিনি চাপে ছিলেন। মানসিক ভাবে তিনি ভেঙেও পড়ে ছিলেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়। এছাড়া তিনি ক্যান্সার রোগে আক্রান্ত ছিলেন বলে জানা গিয়েছে। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গ্রামে। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ।

পুরুলিয়া জেলা এম.আর ডিলার অ্যাসোসিয়েশনে সম্পাদক প্রভাশীষ লাল সিং দেও বলেছেন, আর চাপ নিতে পারছি না বলে কয়েকদিন ধরেই ডিলারশিপ ছেড়ে দেওয়ার কথা বলছিলেন ভোলানাথবাবু। কিন্তু এমন অঘটন ঘটাবেন তা বুঝতে পারিনি।

এদিকে রেশন ডিলার সংগঠনের বহু সদস্যের দাবি করোনা মহামারীর জেরে বিনা পারিশ্রমিকে রেশন বন্টন করতে বলছেন খাদ্য দফতর সহ প্রশাসনিক কর্তারা। অথচ গোডাউন ভাড়া, বিদ্যুৎ বিল সহ রেশন সামগ্রী বিতরণের শ্রমিকদের মজুরির কথা ছাড়াও ডিলারদের নিরাপত্তা সহ সুরক্ষার কোনও ব্যবস্থা নেই এবং এ নিয়ে সরকারের কোনও ভাবনাও নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *