আমাদের ভারত, দক্ষিণ ২৪ পরগণা, ২৬ নভেম্বর: বিষ খেয়ে আত্মঘাতী হলেন এক যুবক। মৃতের নাম রতিকান্ত নস্কর(৩৪)। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগণার বারুইপুর থানার অন্তর্গত জয়াতলা নস্কর পাড়া এলাকায়।
জানাগেছে,আজ ভোর রাতে রতিকান্তর স্ত্রী মাঠে ধান কাটার কাজের জন্য বেড়িয়ে যায়। বাড়িতে একাই ছিল রতিকান্ত। আর বাড়ি ফাঁকা থাকার সুযোগ নিয়ে বিষ খান।স্থানীয় মানুষজন তাকে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে বারুইপুর থানার পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে। ঠিক কি কারণে রতিকান্ত নস্কর নামে এই যুবক আত্মঘাতী হলেন সে বিষয়ে তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ। তাঁর স্ত্রী–ও এ বিষয়ে কিছুই বলতে পারছেন না।