আমাদের ভারত, ২২ ডিসেম্বর: বিজেপি নেতা প্রিয়াঙ্গু পান্ডের বাড়িতে পুলিশি হানা। যা নিয়ে রীতিমতো শোরগোল পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের ৬ নম্বর গলি এলাকায়।
জানা গিয়েছে, ২০১৮ সালের পুরনো একটি মামলায় প্রিয়াঙ্কু পান্ডেকে আজ নোটিশ দিতে আসে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগের আধিকারিকরা। তখনই বিজেপি নেতার বাসভবনে থাকা অন্যান্য বাসিন্দাদের সাথে তর্ক বিতর্কে জড়িয়ে পড়েন পুলিশ আধিকারিকরা। এমনকি পরিস্থিতি এমন হয় যে রীতিমতো তর্কাতর্কি থেকে পুলিশের সাথে বাসিন্দাদের সাময়িক হাতাহাতির পরিস্থিতিও তৈরি হয়।
খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় ভাটপাড়া থানার পুলিশ আধিকারিকরা। খবর পেয়ে দ্রুত প্রিয়াংগু পান্ডের বাড়িতে আসেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সংসদ অর্জুন সিং। তিনি পুলিশ আধিকারিকদের কাছ থেকে নোটিশ দেখতে চান। যদিও সেই নোটিশ দেখাতে পারেনি পুলিশ কর্তারা।
অর্জুন সিং বলেন, প্রিয়াঙ্গুকে খুনের চক্রান্ত করছে পুলিশ প্রশাসন।