সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১০জানুয়ারি: আজ হঠাৎই বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালের এমআরআই বিভাগে আগুন লাগায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে। আজ বেলা বারোটার কিছু পরে এমআরআই বিভাগে আগুন লেগে ধোঁয়া বের হতে দেখেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। সেই সময় আউটডোর- এ দেখাতে আসা রোগী ও তাদের আত্মীয়দের ভিড় ছিল।আগুনের ভয়ে তারা ছোটাছুটি শুরু করেন। এর জেরে সারা হাসপাতালে আতঙ্ক ছড়িয়ে পড়ে।হাসপাতাল কর্মী ও চিকিৎসকরা হাজির হন ঘটনাস্থলে। তাদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।দমকল বাহিনী এসে পৌঁছায়।

হাসপাতাল সূত্রে জানাগেছে, ঐ সময় এমআরআই বিভাগে মেইন্টেনেন্সের কাজ চলছিল। সেই সময় আগুন লেগে যায়।
বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডাঃ পঞ্চানন কুন্ডু জানান, এমআরআই বিভাগে রুটিন মাফিক মেইন্টেনেন্সের কাজ চলাকালীন কোনও কারণে আগুন দেখা দেয়। তৎক্ষণাৎ আপৎকালীন বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। দমকলকে খবর দেওয়া হলে তারাও এসে পৌঁছায়, ততক্ষণে আগুন নিভিয়ে ফেলা হয়।কিন্তু আগুনের খবরে স্বাভাবিক ভাবেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে সেটা সাময়িক। আউটডোরের কাজও ফের শুরু হয়।বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক বলে তিনি মন্তব্য করেন। তিনি আরও জানান, এই ঘটনার পর হাসপাতালের নিরাপত্তার জন্য একটি কমিটি গঠিত হয়।হাসপাতালের সহকারি সুপার নোডাল অফিসার হিসেবে কাজ করবেন।

