সৌভিক বন্দ্যোপাধ্যায়, কলকাতা, ৩০ মার্চ: হাসপাতালে ভর্তি হয়ে ১২ ঘন্টার মধ্যেই মৃত্যু। করোনা সন্দেহে ভর্তি এক মহিলার মৃত্যু ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়াল এনআরএস হাসপাতালে। রবিবার রাতে ভর্তি হওয়ার পরেই আচমকা সোমবার দুপুরে তার মৃত্যু হয়। মৃতার বাড়ি উত্তর ২৪ পরগনার ধর্মপুকুরে। বয়স ৪৫ বছর।
রবিবার রাত সাড়ে দশটা নাগাদ জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে তিনি এনআরএসে আসেন। আইসোলেশন ওয়ার্ডে ভরতি করে তাঁর চিকিৎসা শুরু হয়। তাঁর লালারসের নমুনা সোয়াব টেস্টের জন্য বেলেঘাটা আইডি হাসপাতালে পাঠানো হয়েছে। কিন্তু সেই রিপোর্ট আসার আগেই সোমবার দুপুর ১টা নাগাদ তাঁর মৃত্যু হয়। রিপোর্ট পজিটিভ এলে, তিনি হবেন রাজ্যে তৃতীয় করোনা-বলি। এদিকে করোনা পজিটিভ আসার আগেই তিনি মারা যাওয়ায় তার এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে।