স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ২১ অক্টোবর: উত্তর দিনাজপুর তথা উত্তরবঙ্গের অন্যতম সেরা পুজো সুদর্শনপুর সার্বজনীন দুর্গোৎসবে এবার করোনার কোপ। ৩০ লক্ষ টাকা বাজেটের পুজো এবার করোনা আবহে মাত্র দুলক্ষ টাকায় সারছে সুদর্শনপুর সার্বজনীন। এলাকার বাসিন্দা বা ব্যবসায়ীদের কাছ থেকে কোনওরকম চাঁদা না তুলে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের পুজা অনুদানের টাকা ও নিজেদের সদস্যদের টাকা দিয়ে পুজো হচ্ছে। পুজো কমিটির অন্যতম কর্মকর্তা লিটন দেবনাথ জানিয়েছেন, এবার করোনা আবহে আদৌ পুজো হবে কিনা তা নিয়ে অনিশ্চিত ছিলাম, কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের সরকারের ৫০ হাজার টাকা অনুদান পাওয়ার পর পুজো করা হয়েছে।