আমাদের ভারত, ২৭ মে: মুখ্যমন্ত্রীকে রাজ্য বিশ্ববিদ্যালয়গুলোর আচার্য করার প্রতিবাদে শুক্রবার কলকাতার কলেজ স্ট্রিট মোড়ে ও কিছু জেলায় রাজ্য মন্ত্রিসভার সিদ্ধান্তের প্রতিলিপি পোড়ানো হয়।
এই বিক্ষোভের নেতৃত্ব দেয় এসইউসিআই (কমিউনিস্ট)। দলের রাজ্য কমিটির পক্ষ থেকে সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য এক বিবৃতিতে বলেন, “যখন শিক্ষা ক্ষেত্রে চূড়ান্ত দুর্নীতি, পশ্চিমবঙ্গের গৌরবকে দেশের মানুষের কাছে নামিয়ে এনেছে, ঠিক সেই সময় বিশ্ববিদ্যালয়ের আচার্য পদে মুখ্যমন্ত্রীকে বসানোর যে সিদ্ধান্ত রাজ্য মন্ত্রীসভায় পাশ হয়েছে তা এ দেশে এবং বিশেষ করে এই বাংলায় নবজাগরণের সময়ে গণতান্ত্রিক শিক্ষার গৌরবময় ঐতিহ্যকে একেবারে মাটিতে মিশিয়ে দিল।
এর দ্বারা শিক্ষাক্ষেত্রে দলবাজি আরও নগ্নরূপে ঘটবে। আমরা এর তীব্র প্রতিবাদ করছি। আমাদের সুস্পষ্ট বক্তব্য— রাজ্যপালও নয়, মুখ্যমন্ত্রীও নয়, আচার্যপদে আসীন হবেন শিক্ষাবিদ।
স্বাধীনতার পর থেকেই কংগ্রেস কেন্দ্রীয় ও রাজ্য বিশ্ববিদ্যালয়গুলিতে প্রধানমন্ত্রী ও রাজ্যপালকে আচার্য হিসাবে নিয়োগ করে গণতান্ত্রিক শিক্ষার উপর আক্রমণ করেছে। পশ্চিমবাংলায় নিজেদের দলের বশম্বদদের উপাচার্য পদে নিয়োগ আগের জমানা থেকেই চলছিল। বিজেপি সারাদেশে এখন তাই করছে। সঙ্গে ঘটাচ্ছে ইতিহাসের বিকৃতি ও গেরুয়াকরণ।
আমরা অবিলম্বে রাজ্য মন্ত্রিসভার এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানাচ্ছি। সাথে সাথে শিক্ষায় দলবাজির এই অপচেষ্টাকে প্রতিরোধ করতে শিক্ষক ছাত্র শিক্ষাবিদ ও শিক্ষানুরাগী জনসাধারণকে আন্দোলনে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।”