পার্থ খাঁড়া, আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ১১ ডিসেম্বর: অভয়ার ন্যায় বিচার, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি, বিদ্যুতের মাশুল বৃদ্ধি ও স্মার্ট মিটার চালুর বিরোধীতা, জাতীয় শিক্ষানীতি-২০২০ বাতিল, কৃষকের ফসলের ন্যায্য মূল্য, শ্রমিকদের ন্যায্য মজুরি, সমস্ত সরকারি শূন্যপদে নিয়োগের দাবিতে ২১ জানুয়ারি কলকাতায় মহামিছিলের প্রস্তুতিতে এসইউসিআই (সি)পূর্ব মেদিনীপুর উত্তর সাংগঠনিক জেলা কমিটির উদ্যোগে আজ ১১ ডিসেম্বর সাধারণ সভা অনুষ্ঠিত হয় মেছেদার বিদ্যাসাগর হলে।
মুখ্য বক্তা হিসাবে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় কমিটির পলিটবুরো সদস্য ও পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক চন্ডীদাস ভট্টাচার্য, রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য অনুরূপা দাস, কমল সাঁই, রাজ্য কমিটির সদস্য বিশ্বনাথ পড়িয়া ও জেলা সম্পাদক কমরেড প্রণব মাইতি সহ দলীয় নেতারা