“ক্ষমতায় না এসেই আস্ফালন করছে”, বিজেপি-কে সতর্কতা এসইউসিআই(সি)’র

আমাদের ভারত, ১২ সেপ্টেম্বর: ’ক্ষমতায় এলে লেনিনের মূর্তি ভেঙ্গে দেবে বলে’। বিজেপি নেতাদের এই ‘আস্ফালনের’ প্রতিবাদ জানাল এসইউসিআই (সি)।

দলের রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য মঙ্গলবার এক বিবৃতিতে বলেন, “রাজ্য বিজেপি-র বর্তমান সভাপতি ও প্রাক্তন সভাপতি লেনিন সহ বিদেশের বিভিন্ন মনীষীদের মূর্তিকে উপড়ে ফেলার কথা, ভেঙ্গে ফেলার কথা বলেছেন।

কয়েক বছর আগে আমরা দেখেছিলাম ত্রিপুরায় বিজেপি ক্ষমতায় এসে লেনিনের মূর্তিকে বুলডোজার দিয়ে ভেঙ্গে গুড়িয়ে দিয়েছিল। পশ্চিমবঙ্গে তারা ক্ষমতায় না এসেই এই আস্ফালন করছে। গত পার্লামেন্ট নির্বাচনের সময় কলকাতার বুকে বিদ্যাসাগরের মূর্তিকে তারা ভেঙ্গেছিল।

আর কয়েক মাস পরেই লোকসভা নির্বাচন আসছে। নির্বাচনের প্রাক্কালে এই ধরনের উন্মাদনা সৃষ্টি করে তাঁরা ভাবছেন ভোটে বাজিমাত করবেন। লেনিন সহ দেশ বিদেশের বিভিন্ন মনীষীর মূর্তি কলকাতার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে, এ বাংলার মানুষ এদের দ্বারা প্রভাবিত হয়েছেন।

রবীন্দ্রনাথ, নেতাজি, ভগৎ সিং সহ এদেশের বহু মনীষী এবং স্বাধীনতা আন্দোলনের বিপ্লবীরা লেনিনের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন। বিশ্বের মহান মানবতাবাদীরা সোভিয়েত রাশিয়ার ভূয়সী প্রশংসা করেছেন। আমরা লক্ষ্য করছি, বিজেপি এবং আরএসএসের রাজনীতি এই সমস্ত মনীষী চিন্তার বিরোধী।

আমরা তাদের এই উক্তির তীব্র নিন্দা করছি এবং এ রাজ্যের সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষার জন্য জনসাধারণকে এগিয়ে আসার আহবান জানাচ্ছি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *