রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নীতির প্রতিবাদে জলপাইগুড়িতে মিছিল এসইউসিআই’য়ের

আমাদের ভারত, জলপাইগুড়ি, ২৯ মে: রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নীতির প্রতিবাদে আন্দোলনে নামলো এসইউসিআই। রবিবার জলপাইগুড়ি শহরে মিছিল করে এর প্রতিবাদ জানানো হল। সুভাষ ফাউন্ডেশন থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে।

এসইউসিআই কমিউনিস্টের জলপাইগুড়ি জেলা কমিটির সম্পাদক সুজিত ঘোষ বলেন, রাজ্যে শিক্ষক নিয়োগে দুর্নীতিতে জড়িয়েছেন শাসক দলের নেতা মন্ত্রী সহ অনেকেই। কেন্দ্রীয় সরকার বিভিন্ন ক্ষেত্রে মূল্য বৃদ্ধি ঘটিয়ে চলেছে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়গুলিতে মুখ্যমন্ত্রীকে আচার্য পদে বসানো সম্পূর্ণ অগণতান্ত্রিক। এরকম একাধিক নীতির প্রতিবাদে আজকের আন্দোলন। আগামী ২৯ জুন কলকাতায় আইন অমান্য আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। পাশাপাশি রাজ্যের সব জেলাতেই এই আন্দোলন চলবে। তারই প্রস্তুতি হিসাবে এদিনের এই মিছিল বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *