সিএবি, এনআরসি’র প্রতিবাদে ধর্মতলা থেকে মৌলালি পর্যন্ত মিছিল এসইউসিআই’য়ের

নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ১০ ডিসেম্বর:
নাগরিকত্ব সংশোধনী বিলের বিরোধিতা করে এবার পথে নামল এসইউসিআই। মঙ্গলবার ধর্মতলার লেনিন মূর্তির পাদদেশে থেকে মৌলালির রামলীলা ময়দান পর্যন্ত প্রতিবাদ মিছিল করেন তারা। এই সংশোধনী বিলের মাধ্যমে ধর্মীয় বিভাজন ঘটানোর চেষ্টা করছে কেন্দ্রের বিজেপি সরকার, অভিযোগ এসইউসিআই নেতাদের। এনআরসির বিরুদ্ধেও সরব হন তারা।

দলের অন্যতম শীর্ষ নেতা তথা প্রাক্তন সাংসদ ডাক্তার তরুণ মন্ডল হুঁশিয়ারি দিয়ে বলেন, বাংলায় কোনও মতে তারা এনআরসি হতে দেবেন না। দেশের বর্তমান জ্বলন্ত সমস্যা গুলো থেকে সাধারণ মানুষ মুখ ঘোরাতেই অন্যান্য বিষয় গুলোকে সর্বসমক্ষে আনা হচ্ছে।

এসইউসিআই’য়ের এদিনের এই প্রতিবাদ মিছিলে দলীয় কর্মী-সমর্থকদের উপস্থিতি ছিল যথেষ্ট। নাগরিকত্ব সংশোধনী বিলের বিরুদ্ধে তারা লাগাতার আন্দোলন চালাবে বলে এদিন জানিয়ে দিয়েছেন দলের নেতারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *