আমাদের ভারত, জলপাইগুড়ি, ২ জানুয়ারি : জলপাইগুড়ি শহর লাগোয়া এক গ্রামের দশম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ করে খুনের অভিযোগের ঘটনায় এলাকায় চাপা উত্তেজনা রয়েছে। ঘটনায় তদন্তে নেমে গোপাল তন্ত্র নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। অপ্রীতিকর ঘটনা রুখতে গ্রামে পুলিশ পিকেটিং রয়েছে। ঘটনার প্রতিবাদ জানিয়ে কোতোয়ালি ঘেরাও করে বিক্ষোভ ও শহরে মিছিল করল এসইউসিআই।
সময় যত বাড়ছে ছাত্রীর মৃত্যুর ঘটনা নিয়ে সোচ্চার হচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দল। ছাত্রীর পরিবার এবং বিরোধীদের অভিযোগ, ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে পুলিশ। ইতিমধ্যে সিপিএম, বিজেপি ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। সোমবার থানা ঘেরাও করে পলাতক চার অভিযুক্তকে গ্রেফতারের দাবি তুলল এসইউসিআই।

ব্যানার হাতে শহরে মিছিল করে রাজ্য জুড়ে নারীদের উপর অত্যাচারের অভিযোগ তুলে আন্দোলনে সামিল হল নেত্রীরা। এসইউসিআই নেত্রী ঝর্ণা রায় বলেন, “রাজ্য জুড়ে ঢালাও মদের লাইসেন্স দেওয়া হয়েছে। এই মদ খেয়ে অসামাজিক কাজ করছে দুষ্কৃতীরা। পলাতক অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তি দিতে হবে। যতক্ষণ না অভিযুক্তরা গ্রেফতার হবে ততক্ষণ আন্দোলন চলবে।”
এদিকে, ধৃতকে সোমবার জেলা আদালতে তোলা হয়। পুলিশ জানায়, মৃত ছাত্রীর পরিবারের অভিযোগের ভিত্তিতে ধৃতদের বিরুদ্ধে খুন, ধর্ষণ, পসকো ধারায় মামলা রুজু করা হয়েছে। গোপাল তন্ত্রকে গ্রেফতার করা হলেও আরও চারজন অভিযুক্ত পলাতক তাঁরা হল হৃদয় দেবনাথ, ধনঞ্জয় রায়, রাহুল তন্ত্র ও রাজু তন্ত্র। সকলের বাড়িই মৃতার গ্রামে।

জেলা পুলিশ সুপার বিশ্বজিৎ মাহাতো বলেন, “পরিবারের অভিযোগের ভিত্তিতে মামলা করে তদন্ত শুরু হয়েছে। একজনকে গ্রেফতার করা হয়েছে। এই অভিযোগের সব দিক খতিয়ে দেখে তদন্ত শুরু হয়েছে। এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ মোতায়েন আছে।”

