পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৪ জানুয়ারি: কেন্দ্রীয় সরকারের জাতীয় শিক্ষানীতি-২০২০ ও ওই নীতিরই অনুসারী রাজ্য শিক্ষানীতি ২২ বাতিল, বিদ্যুৎ আইন সংশোধিত বিল-২০২২ বাতিল সহ স্মার্ট প্রিপেইড মিটার চালু না করা, কৃষকের উৎপাদিত সমস্ত ফসলের দাম সুনিশ্চিত ও সারের কালোবাজারি রোধ, অস্বাভাবিক দ্রব্যমূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে রাস্ট্রীয় বাণিজ্য চালু, ঘাটাল মহকুমার স্থায়ী বন্যা প্রতিরোধ প্রকল্প “ঘাটাল মাস্টার প্ল্যানে” অাসন্ন বাজেটে কেন্দ্র ও রাজ্য সরকার কর্তৃক অর্থ বরাদ্দ করে আগামী বর্ষার আগে কাজ শুরুর দাবিতে আজ ঘাটালে এসইউসিআই (কমিউনিস্ট) দলের পক্ষ থেকে ঘাটাল এসডিও অফিসে বিক্ষোভ দেখিয়ে ডেপুটেশন দেওয়া হয়।
কর্মসূচিতে নেতৃত্ব দেন, দলের জেলা কমিটির সদস্য নারায়ণ চন্দ্র নায়ক, ঘাটাল মহকুমা কমিটির সম্পাদক অঞ্জন জানা প্রমুখ। দলের পক্ষ থেকে দশ দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপিও দেওয়া হয় এসডিও’কে।
দাবিগুলির মধ্যে অন্যতম হল, ঘাটাল-পাঁশকুড়া রাজ্য সড়ক সম্প্রসারণের কাজ দ্রুত শেষ করা, মহকুমার বেহাল রাস্তাগুলি অতি সত্বর মেরামত, মহকুমায় মদ ও মাদকদ্রব্যের প্রসার রোধে অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ প্রভৃতি।

