সাথী দাস, পুরুলিয়া, ৬ জুলাই: দক্ষিণ ২৪ পরগনা জেলার দলীয় সদস্য হত্যা কাণ্ডের ঘটনায় পুরুলিয়া জেলা সদর সহ বিভিন্ন ব্লকে ‘প্রতিবাদ দিবস’ পালন করল এসইউসিআই। আজ পুরুলিয়া শহরের কোর্ট মোড়ে একটি বিক্ষোভ সমাবেশ করে তারা। দলীয় সদস্যের হত্যার ঘটনার প্রতিবাদ সম্বলিত প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে স্লোগান দেন এসইউসিআই সদস্যরা।
দুষ্কৃতীদের হাতে এসইউসিআই দলের দক্ষিণ ২৪ পরগনা জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য সুধাংশু জানার মৃত্যু হয়। এদিন এসইউসিআইয়ের পক্ষ থেকে দাবি করে বলা হয়, এলাকার জনপ্রিয় নেতা সুধাংশু জানার উপর শাসকদল ক্ষিপ্ত হয়ে গুন্ডা বাহিনী লেলিয়ে দিয়ে এলাকায় ঘরবাড়ি জ্বালিয়ে দেয়, ভাঙ্গচুর, লুঠ করে। দলীয় সক্রিয় সদস্য সুধাংশু জানাকে নৃশংসভাবে হত্যা করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। এরই প্রতিবাদে পুরুলিয়া জেলায় প্রতিবাদ দিবস পালন করা হয়। প্রতিবাদ দিবস কর্মসূচিতে নেতৃত্ব দেন জেলা কমিটির সদস্য সুবর্ণ কুমার, প্রবীর মাহাতো, সীতারাম মাহাতো, নবনী চক্রবর্তী সহ অন্যান্য নেতৃবৃন্দ।