আমাদের ভারত, মেদিনীপুর, ৪ মার্চ: এনআরসি এবং সিএএ’র প্রতিবাদে বাম সংগঠন এসইউসিআই এর শ্রমিক সংগঠন এআইইউটিইউসি প্রতিবাদ সপ্তাহ পালন করছে। বুধবার প্রতিবাদ সপ্তাহের শেষ দিন বেলদা বাজারে কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে মিছিল সংগঠিত করে তারা। ভারতীয়দের নাগরিকত্ব হরণকারী ও শ্রমজীবী মানুষের মধ্যে বিভেদ সৃষ্টিকারী এনআরসি, সিএএ ও এনপিআর বাতিলের দাবিতে প্রতিবাদ সপ্তাহ পালন করছে এসইউসিআই শ্রমিক সংগঠনটি। সংগঠনের পক্ষ থেকে ২৭ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ পর্যন্ত এই প্রতিবাদ আন্দোলন কর্মসূচি নেওয়া হয়েছিল বলে এসইউসিআই এর পশ্চিম মেদিনীপুর জেলা সভাপতি জানিয়েছেন।