আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ৩০ এপ্রিল : করোনার সংক্রমণ রোধে জেলাজুড়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও লকডাউনে বিপর্যস্ত মানুষদের যথোপযুক্ত সাহায্য প্রদানের দাবিতে সারা বাংলা দাবি দিবসে আজ
এসইউসিআই (কমিউনিস্ট) দলের পূর্ব মেদিনীপুর জেলা কমিটির সদস্য ও কর্মীরা জেলার বিভিন্ন প্রশাসনিক অফিসে বিক্ষোভ দেখায়। পাঁশকুড়া, কোলাঘাট, শহিদ মাতঙ্গিনী, ময়না সহ জেলার ১৮টি ব্লকের বিডিও অফিসে ও কাঁথি, হলদিয়া, তমলুক, এগরা মহকুমার এসডিও অফিসে এবং জেলা শাসকের অফিসের সামনে বিক্ষোভ দেখায় এবং কর্মীরা সংশ্লিষ্ট অধিকারিকদের কাছে স্মারকলিপি জমা দেয়।
স্মারকলিপিতে সংগঠনের পক্ষ থেকে চিকিৎসকদের পর্যাপ্ত পরিমাণে মাস্ক, গ্লাভস, পিপিই দেওয়ার দাবি জানানো হয়। জেলার কনটেনমেন্ট জোনগুলিতে ব্যাপকভাবে কোভিড -১৯ টেস্ট করার দাবি জানানো হয়। ছাড়াও আরো দশটি দাবি জানানো হয়েছে দলের পক্ষ থেকে।
সংগঠনের জেলা সম্পাদিকা অনুরূপা দাস বলেন, উপরোক্ত দাবি সহ বোরো মরশুমে ক্ষতিগ্রস্ত সমস্ত কৃষকদের উপযুক্ত সাহায্য প্রদান প্রভৃতি ১২ দফা দাবিতে ডেপুটেশন ও স্মারকলিপি জমা দেওয়া হয়েছে। সামাজিক দূরত্ব বজায় রেখেই এই কর্মসূচি নিয়েছিল এসইউসিআই।