সাথী প্রামানিক, পুরুলিয়া, ৩০ এপ্রিল: করোনা ভাইরাস সংক্রমণ ও উদ্ভুত পরিস্থিতিতে মানুষের ভয়াবহ সংকটের সমাধানের দাবি জানাল এসইউসিআই। পুরুলিয়ায় ব্লকে ব্লকে স্মারক লিপি দিয়ে হাসপাতালের ডাক্তার, নার্স সহ সমস্ত স্বাস্থ্য কর্মীদের উপযুক্ত সুরক্ষা সামগ্রী(পিপিই) প্রদান, মানুষের খাদ্য ও নিরাপত্তা সুনিশ্চিত করা, সরবরাহ, চাষিদের ফসলের ন্যায্য দাম ও বিক্রির ব্যবস্থা করা, একশ দিনের কাজ শুরু এবং এই প্রকল্পে ২০০দিন কাজ করানো সহ রেশন ও ত্রাণ বিতরণে দূর্নীতি ও দলবাজি বন্ধের দাবি বিডিওর কাছে জানান সদস্যরা।
জেলা কমিটির সদস্য সুবর্ণ কুমার জানান জনগণের এই মারাত্মক সংকটের সময় কেন্দ্র ও রাজ্য সরকারের যে ভূমিকা নেওয়া উচিত ছিল তা আশানুরূপ নয়, তাই আমরা প্রতিটি বিডিও-র কাছে জনগণের দাবিগুলো তুলে ধরেছি।
প্রায় প্রতিটি ব্লকেই সবজি বিক্রেতা, ক্ষুদ্র ব্যবসায়ীদের সংকট, রেশন সরবরাহের বিষয়টি নিয়ে বিষদে আলোচনা হয় এবং এই সমস্যাগুলি সমাধানের আশ্বাস দেন সংশ্লিষ্ট আধিকারিকরা।