মূল্যবৃদ্ধির বিরুদ্ধে এসইউসিআই’য়ের বিক্ষোভ ও পথ অবরোধ

আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ০২ নভেম্বর :
পেঁয়াজ- আলু সহ সমস্ত প্রকার সবজি ও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে আজ এসইউসিআই (কমিউনিস্ট) দলের পক্ষ থেকে পূর্ব মেদিনীপুর জেলার রামতারক, নোনাকুড়ি, সিদ্ধা, বাজকুল, কাঁথি, তমলুক, এগরা সহ ১২টি স্থানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা, প্রচার এবং সড়ক অবরোধ করা হয়।

এসইউসিআই দলের জেলা সম্পাদিকা অনুরূপা দাস অভিযোগ করেন, জিনিসপত্রের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ঘটছে, অথচ কেন্দ্র ও রাজ্য সরকারের কোনও ভূমিকাই লক্ষ্য করা যাচ্ছে না। টাক্সফোর্স কাগজে দেখা গেলেও বাস্তবে বাজারগুলোতে তাদের দেখা মিলছে না। অবিলম্বে পূর্ণাঙ্গ রাষ্ট্রীয় বাণিজ্য চালু করে সমস্ত প্রকার নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র রেশনিং মাধ্যমে জনসাধারণের কাছে সরবরাহের দাবি জানান। অবরোধের ফলে যানজটের সৃষ্টি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *